নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে দেশের উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আন্তরিকভাবে কাজ করছে। জনগণের কল্যাণে এই বাহিনী সবসময়ই তৎপর ভূমিকা পালন করে।
আজ মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের যেকোনো জরুরী প্রয়োজনে ও সংকটময় মুহূর্তে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দ্রুততার সাথে এগিয়ে আসে। দেশের মানুষের স্বচ্ছন্দময় জীবন যাপনে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতি মন্ত্রী আরো বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরো সুপ্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে তথ্যপ্রযুক্তিতে আরও দক্ষ হতে হবে। এই বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলতে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ।
তিনি এ সময় এই বাহিনীর সদস্যদের কে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি আরো যত্নবান হওয়ার পরামর্শ প্রদান করেন।
মেহেরপুরে র জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন ও মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী এরপর বাহিনীর সদস্যদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।