আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দুই সপ্তাহের লকডাউনের প্রথম দিনে ২৭ মামলায় ৬ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেছেন আনোয়ারা উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার (২৩ জুলাই) সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ অমান্য করে বিনা কারণে ঘুরাঘুরি ও গাড়ী চালানোর অপরাধে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়, চাতরী চৌমহনী ও উপজেলা সদর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী। এসময় অভিযান পরিচলানায় সহযোগীতা করেন আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, সরকার ঘোষিত লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় এবং যথাযত কারণ দেখাতে ব্যর্থ হওয়ায় বিভিন্ন যানবাহন ও ব্যক্তির বিরুদ্ধে ২৭ টি মামলায় ৬ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে। এবং এই অভিযান অব্যহত থাকবে।