300X70
শুক্রবার , ১১ ডিসেম্বর ২০২০ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পদ্মা সেতু নির্মাণ: মাইলফলক অর্জনই বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়েছে পুঁজিবাজারে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১১, ২০২০ ৭:১৫ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক: পুরো পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার প্রভাব পড়েছে ঢাকার পুঁজিবাজারেও। গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে ডিএসইর প্রধান সূচক। বেড়েছে বেশির ভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দামও। বিশ্লেষকরা বলছেন, পদ্মা সেতু নির্মাণে মাইলফলক অর্জনই বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়েছে পুঁজিবাজারে। দেশের অবকাঠামোগত উন্নয়নে এক মাইলফলকের দিন ২০২০ সালের ১০ ডিসেম্বর। সব স্প্যান বসে যাওয়ায় এদিন দৃশ্যমান হয় পুরো পদ্মা সেতু। আর তার প্রভাব পড়ে ঢাকার পুঁজিবাজারেও। করোনার কারণে দীর্ঘ সাধারণ ছুটির পর ধারাবাহিক ঊর্ধ্বগতি ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। গত মাস দুয়েকে আবার নেমে আসে স্থবিরতা। তবে দুই সপ্তাহ ধরে তা ফিরেছে বৃদ্ধির ধারায়। গত বৃহস্পতিবার সপ্তাহ ব্যবধানে ডিএসই-এক্স বেড়েছে ১২০ পয়েন্ট। আর এতেই পদ্মা সেতুর সব স্প্যান বসার দিনে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় সূচক।
পুঁজিবাজার বিশ্লেষক মাহামুদ হোসেন বলেন, পুরো পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় মানুষের মনস্তাত্ত্বিক অবস্থানে ইতিবাচক প্রভাব ফেলেছে। পুঁজিবাজার; অর্থনীতিকে তুলে ধরার কথা (রিফ্লেক্ট) যদিও দুর্ভাগ্যজনকভাবে এটা বাংলাদেশে হচ্ছিল না। তবে এবার হবে বলে আশা করা যায়। ডিএসইর ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরে মার্চে প্রধান সূচক ডিএসই-এক্স নামতে নামতে ৩ হাজার ৬০০ পয়েন্টে গিয়ে ঠেকে। আবার বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে বলে মনে করছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। মাহামুদ হোসেন বলেন, লেনদেনর পরিমাণ ও সূচকের প্রবণতা দুটোই আশাজনক। এর প্রধান কারণ, বাজার ব্যবস্থাপনায় বিনিয়োগকারীদের আস্থা। ডিএসইর বাছাই সূচকে সপ্তাহ ব্যবধানে যোগ হয়েছে যথাক্রমে ৩৪ ও ৪৮ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন ৫৫ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪ কোটিতে। গত সপ্তাহে দর বাড়ার শীর্ষ ৫ প্রতিষ্ঠান ছিল- ডমিনেজ স্টিল বিল্ডিং, ইউনিলিভার কনজুমার কেয়ার, ফরচুন সুজ, রূপালী ইন্সুরেন্স এবং ফাইন ফুডস। আর দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল- সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ল্যাম্পস, সিএপিএম বিডিবিএল ফান্ড, ইস্টার্ন ইন্সুরেন্স ও আনোয়ার গ্যালভানাইজিং। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৬২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত আছে ৬০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বাড়ায় সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১১ হাজার ৩৩৯ কোটি টাকা।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :