300X70
রবিবার , ২ এপ্রিল ২০২৩ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

হজ প্যাকেজ কেন অবৈধ ঘোষণা হবে না জানতে হাইকোর্টের রুল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: এই সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে রোববার (২ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ রুলটি জারি করেন। আদেশে বলা হয়, চার সপ্তাহ পর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সময় টিভি,যমুনা টিভি

এর আগে গত ১২ মার্চ হজের প্যাকেজ মূল্য কমিয়ে নতুন করে পুনরায় প্যাকেজ ঘোষণা করতে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উজ জামান।

হজ মন্ত্রণালয় এবং সৌদি আরবে মধ্যস্থতাকারীদের সক্ষমতার অভাবেই দেশে হজের প্যাকেজ মূল্য বেড়েছে বলে মনে করছেন রিটকারীরা। এমনকি দূরত্ব বিবেচনাতেও বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশে হজযাত্রীদের বিমানভাড়া কয়েকগুণ।

এদিকে হাইকোর্ট বলেন, সব দেশে হজের প্যাকেজ অনেক কম থাকলেও এদেশে সেভাবে মনিটরিং না করায় প্যাকেজমূল্য এত বেশি। এর আগে গত ১৪ মার্চ ‘হজ প্যাকেজ ২০২৩’ সংশোধন করে খরচ পুনরায় নির্ধারণ সংক্রান্ত রিট শুনানির দিন ধার্য করার সময় এ মন্তব্য করেছিলেন আদালত। সেসময় যাত্রীদের কাছ থেকে ৬০ হাজার টাকা বেশি বিমান ভাড়া নেওয়ায় এটিকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেছিলেন হাইকোর্ট।এসময় খরচ বৃদ্ধির বিষয়টিতে ক্ষোভও প্রকাশ করেন আদালত।

চলতি বছর সরকারিভাবে হজ পালনে ৬ লাখ ৮৩ হাজার ১৮ ও বেসরকারিভাবে সর্বনিম্ন খরচ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারিত হয়েছিল। পরে সৌদি আরবে মিনাতে তাঁবুর খরচ কমায় উভয় ব্যবস্থাপনায় নতুন ঘোষিত প্যাকেজের মূল্য ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে গত ২২ মার্চ বিজ্ঞপ্তিতে জারি করেছিল ধর্ম মন্ত্রণালয়।ফলে নতুন মূল্য ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা ধার্য্য হয়েছে।

এদিকে কোটা পূরণ না হওয়ায় এ বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ নিবন্ধনের সময়সীমা আগেও কয়েক দফা বাড়ানো হয়েছিল। সবশেষ ৩০ মার্চ পর্যন্ত শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। পরে সপ্তম দফায় ফের সময় বাড়িয়ে আগামী ৫ এপ্রিল পর্যন্ত শেষ দিন রেখে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছিল।

আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে (চাঁদ দেখা সাপেক্ষে)। এ বছর চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং ১ লাখ ১২ হাজার ১৯৮ জন মিলিয়ে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজ করার সুযোগ পাবেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে শুক্রবার ডিএনসিসির যানবাহন বন্ধের সিদ্ধান্ত

দুর্নীতি মামলা: আত্মসমর্পণের পর জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি

উত্তরাখণ্ডে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে, নিহত ২৫

আইসিটি বিভাগের ২০২২-২৩ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে : পরিবেশমন্ত্রী

প্রতিটি ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

গ্রামীণফোনের সাথে ভ্রমণের আনন্দ হবে দ্বিগুণ

আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে : পার্বত্য প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় দুই ভূয়া র‍্যাব আটক, হাতকড়া ও মাদকদ্রব্য উদ্ধার

আনসার-ভিডিপি’র ৪৩তম জাতীয় সমাবেশের উদ্বোধন

ব্রেকিং নিউজ :