বাহিরের দেশ ডেস্ক: পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে গেছেন। রুশ বাহিনীর হামলার মধ্যেই কিয়েভে গেছেন ইউরোপের তিনটি দেশের প্রধানমন্ত্রী।
সেখানে তাঁরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন। খবর বিবিসির।
বৈঠকের পরে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জানসা ইউক্রেনের জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা একা নন। আপনাদের এ লড়াই আমাদেরও লড়াই। এবং একসঙ্গে আমরা (লড়াইয়ে) জয়ী হব।’
চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা ইউক্রেনবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা নিজেদের জীবন ও স্বাধীনতার জন্য লড়াই করছেন। কিন্তু, আমরা জানি—আপনারা আমাদের জীবন এবং আমাদের স্বাধীনতার জন্যও লড়ছেন।’
চেক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা আপনাদের সাহসের প্রশংসা করি। এবং আমরা আরও সাহায্য প্রদান ও সমর্থন অব্যাহত রাখব।’
‘ইউরোপ ইউক্রেনের জনগণের পাশে রয়েছে’, যোগ করেন চেক প্রধানমন্ত্রী।
এ ছাড়া দুই নেতা ইউক্রেনীয় ভাষায় ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করেন।
গতকাল মঙ্গলবার তিন দেশের প্রধানমন্ত্রী পোল্যান্ড থেকে ট্রেনে চড়ে কিয়েভে যান। গত মাসে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনে কোনো বিদেশি নেতার এটাই প্রথম সফর।