300X70
শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আমাদের কাঙ্খিত পৃথিবীতে গণহত্যা অবাঞ্ছনীয় : উপাচার্য ড. মশিউর রহমান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৮, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘আমাদের

কাঙ্খিত পৃথিবীতে গণহত্যা অবাঞ্ছনীয়। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই আধুনিক বিশ্ব থেকে গণহত্যা নির্র্মূল হওয়া উচিত।’

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিস (সিএসজিজে) আয়োজিত জেনোসাইড এন্ড জাস্টিসের উপরে ১২তম সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘গণহত্যা সম্পর্কে নতুন প্রজন্মকে গভীরভাবে জানতে হবে। সামাজিক ন্যায় বিচার সম্পর্কে জানতে হবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে অপরাধ সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে।

সমাজ থেকে অপরাধ নির্মূল কী করণীয় সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আমাদের নতুন প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে তৈরি করতে হবে। গণগত্যা এবং ন্যায় বিচার কোর্স শেখার মাধ্যমে সমাজে নতুন ধারা সৃষ্টি হবে। এর মধ্যদিয়ে আমরা সভ্য সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করতে পারব।’

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্ট্রি মফিদুল হক। উপাচার্য কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং মনোযোগ সহকারে কোর্সের কার্যক্রম সম্পন্নের আহ্বান জানান।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :