- রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।
এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৬ অক্টোবর) র্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লিখিত এলাকায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, নকল বৈদ্যুতিক তার, সয়াবিন তেল, মবিল, ডিটারজেন্ট পাউডার, কেমিক্যাল ও নকল স্টীল উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে সেল্ফ মবিল ফ্যাক্টরি’কে নগদ- ৪ লক্ষ টাকা, এন এস ব্রাদার্স, সৃষ্টি সয়াবিন তেলকে নগদ- ৩ লক্ষ টাকা, ফুড ল্যান্ড ফ্যাক্টরি’কে নগদ- ৩ লক্ষ টাকা, ডিটারজেন্ট পাউডার ফ্যাক্টরি’কে নগদ ২ লক্ষ টাকা, কেমিক্যাল ফ্যাক্টরি’কে নগদ- ৫ লক্ষ টাকা, মাসুম ইলেকট্রিককে নগদ- ৪ লক্ষ টাকা, এস এ এসকে নগদ- ৩ লক্ষ টাকা, এম এস ট্রেডিংকে নগদ- ৫ লক্ষ টাকা, আল-আমিন ক্যাবলসকে নগদ- ৩ লক্ষ টাকা, ইকলাস ক্যাবলস’কে নগদ- ১ লক্ষ টাকা, আলমবাগ ষ্টীল রি-রোলিং মিলসকে নগদ- ৫০ হাজার টাকা, জিহান মেটালসকে নগদ- ৫০ হাজার টাকা ও জে এস ট্রেডার্সকে নগদ- ৫০ হাজার টাকা করে ১৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট নগদ- ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত কর্তৃক আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার ও লুব্রিকেন্ট জব্দ ও ধ্বংস করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, নকল বৈদ্যুতিক তার, সয়াবিন তেল, মবিল, ডিটারজেন্ট পাউডার, কেমিক্যাল ও নকল স্টীল উৎপাদন মজুদ ও বিক্রি করে আসছিল
কেরাণীগঞ্জে ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার : বৃহস্পতিবার (২৭ অক্টোবর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আমবাগিচা সদর রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ লক্ষ ৫৭ হাজার টাকা মূল্যের ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল হোসেন নামের ১ জনকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া অদ্য তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ, ইকুরিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ সবুজ ও শাকিল নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।