আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কঠোর লকডাউন অমান্য করেই চলছে ঢাকা-সিলেট মহাসড়কসহ গ্রামীণ হাটবাজারে পরিবহন, যাত্রীরাও মানছেন না স্বাস্থ্যবিধি’ নেই কোনো প্রশাসনিক কড়া নজরধারী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতু টোলপ্লাজা এলাকায় মোটরসাইকেলে যাত্রী পারাপার ও সিএনজি চালিত অটোরিকশায় গাদাগাদি করে চলছে মানুষ। শহরবন্দর ও হাটবাজারেও খোলা রয়েছে অনেক দোকানপাট।
প্রশাসনিক কড়ানজর না থাকায়। লকডাউন ও স্বাস্থ্যবিধি অপেক্ষা করেই চলছে মানুষ। এতে করে করোনা সংক্রমণ আরো ভারতে পারে বলে ধারণা করছে এলাকার বিশিষ্ট জনের।