ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে, করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে চাউল, ডাল, আলু ও তেল।
শুক্রবার বিকেলে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে,আশুগঞ্জ বন্দর এলাকার অসহায় দুস্থদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য, হাজী সাইদুর রহমান, মোশারফ মুন্সি, হাজী ইলিয়াছ মিয়া, হাজী নাসির মিয়া, মুক্তিযোদ্ধা হেবজুল বারি।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান কবির,ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীর আজহার, আশুগঞ্জ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক বাবু নয়ন চন্দ্র দাশ, বন্দর আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ইকরান আহমেদ রোমান, হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহেল মিয়া প্রমুখ।