ওমর ফারুক রুবেল: ঢাকার আশুলিয়া থেকে প্রায় ৮০ লক্ষ টাকার হেরোইনসহ ১ মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল।
বৃহস্পতিবার (২০ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮০ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ৮৩০ গ্রাম হেরোইনসহ মোঃ রাসেল (২২) নামের ১ জন মাদককারবারিকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ- ২ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
এদিকে, ডেমরাতে ৩৭৪০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ৩:
গত বুধবার (১৯ মে) র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার ডেমরা থানাধীন ষ্টাফ কোয়াটার্স হাজী এম, এ, গফুর স্কয়ার মার্কেট এলাকা থেকে ৩ হাজার ৭৪০ পিছ ইয়াবাসহ রাজু ভূইয়া খান (২৬), সুজন (৩০) ও আরিফ হোসেন (২৮) নামের ৩ জন মাদককারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।