নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ২৭ লক্ষ টাকা মূল্যমানের ২৬৪ গ্রাম হেরোইনসহ মোসাঃ খাদিজা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেফতার করেছে। এসময় ১টি মোবাইল এবং মাদক বিক্রির ৩,৯৬৫ টাকাসহ
জব্দ করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাইসহ আশেপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।