জ্যেষ্ঠ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমে মুজিববর্ষ থেকে এ র্পযন্ত ২ লাখ ৩৮ হাজার ৮৫১ পরিবার পেয়েছে ঘর।আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এবার তিন জেলায় ২২ হাজার ১০১টি পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার (৯ আগস্ট) ১ লাখ ১৫ হাজার মানুষ একযোগে নতুন ঘরে উঠতে পারবেন।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যায়ে ২২ হাজার ১০১টি সেমিপাকা ঘর প্রস্তুত করা হয়েছে। ৯ আগস্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ একক গৃহ হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারন্সেরে মাধ্যমে সরাসরি যুক্ত হবেন খুলনার তেরখাদা বারাসাত সোনার বাংলা পল্লি আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জ আমানউল্যাহপুর আশ্রয়ণ প্রকল্পের এই কার্যক্রমে।