নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম ব্যবসায়ী শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পে ১০৬ কোটি টাকা দিয়েছে।
আশ্রয়ন প্রকল্পের অধিন ‘হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স’ তহবিলে গত সপ্তাহে এই অর্থ দিয়েছে ব্যবসায়ী প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফান্ডে সর্বপ্রথম টাকা দেন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর পক্ষ থেকে এই ফান্ডে ৫ কোটি টাকা দেন তিনি।
চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ ইতোপূর্বেও সরকারের বিভিন্ন তহবিলে তাদের সাহায্যের হাত বাড়িয়েছিল।