বাহিরের দেশ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে তারা ইউক্রেনের ২০০টি হাসপাতাল এবং ক্লিনিকে হামলার তথ্য নথিভুক্ত করেছেন। রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের তথ্যও সংগ্রহ করছে বলে জানিয়েছে সংস্থাটি।
ডব্লিউএইচও’র্ ইমার্জেন্সি পরিচালক মাইক রায়ান শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেন, স্বাস্থ্য স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। এ ধরনের হামলা ‘যুদ্ধাপরাধ’।
মাইক রায়ান আরও বলেন, আমরা নথিভুক্ত এবং হামলা প্রত্যক্ষ করছি। এসব হামলার অভিপ্রায় নিয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালত প্রয়োজনীয় তদন্ত করবে।
মাইক রায়ানসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেবিয়াসিস অঘোষিত সফরে বর্তমান ইউক্রেনে অবস্থান করছেন। স্বাস্থ্য স্থাপনায় হামলা বন্ধ করা সুস্পষ্ট দায়িত্ব বলেও মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্র: আল জাজিরা