আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের মাঝেই ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ ব্যক্তি নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বাস একটি জ্বালানি বহনকারী ট্রাকের সাথে সংঘর্ষ হলে এ প্রাণহানি হয়। আজ বুধবার ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর এক সহযোগীর বরাত দিয়ে স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম স্ট্রনা ডেইলি।
রুশ বার্তা সংস্থা তাস জানায়, মঙ্গলবার রাতে রোভেনস্কা জেলার সিটনয় গ্রামের কাছে কিয়েভ-ছোপ
মহাসড়কে একটি মিনিভ্যান, যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় তিনটি গাড়ির সংঘর্ষে আগুন ধরে যায় এবং এ প্রাণহানির ঘটনা ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী আন্তন গেরাশচেঙ্কো বলেন, দুর্ঘটনাকবলিত বাসে ৩৮ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১২ জন বেঁচে আছেন। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার জন্য মিনিভ্যানটি দায়ী। এর চালকও মারা গেছেন।
স্ট্রানা ডেইলি আরও জানায়, ইউক্রেনে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এটি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।