300X70
সোমবার , ৩ জুলাই ২০২৩ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইমপ্যাক্ট ইকুইপমেন্টে বিনিয়োগ নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে গুড ফ্যাশন ফান্ড

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৩, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : প্রথমবারের মতো বাংলাদেশে বিনিয়োগ করেছে নেদারল্যান্ডস-ভিত্তিক বিনিয়োগ তহবিল গুড ফ্যাশন ফান্ড (জিএফএফ)। ফ্যাশন শিল্পের কার্যক্রমকে টেকসই করতে বিনিয়োগ করে সংস্থাটি। তাদের এক মিলিয়ন মার্কিন ডলারের তহবিলটি পেয়েছে প্রোগ্রেস অ্যাপারেলস লিমিটেড। ঢাকার নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় একটি আধুনিক ইন-হাউস ওয়াশিং প্ল্যান্টে এই অর্থ বিনিয়োগ করেছে জিএফএফ।

পানি ও ক্যামিক্যালের দক্ষ ব্যবহার নিশ্চিতের জন্য ওয়াশিং প্ল্যান্টটিকে অত্যাধুনিক ওয়াশিং, ড্রাইং এবং হাইড্রো মেশিনারি দিয়ে সজ্জিত করা হবে। প্রোগ্রেস অ্যাপারেলস এর হংকং-ভিত্তিক হোল্ডিং কোম্পানি পিডিএস লিমিটেড-এর মাধ্যমে জিএফএফ এই বিনিয়োগ করেছে। এর মাধ্যমে পিডিএস, টেক্সটাইল খাতের একটি নতুন অংশীদার হিসেবে হিসেবে টেকসই বিনিয়োগকে উৎসাহিত করবে। একইসাথে, অন্যান্য আন্তর্জাতিক তহবিলগুলোকেও বাংলাদেশে বিনিয়োগের জন্য আকর্ষণ করতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি।

আদমজী ইপিজেডে অবস্থিত প্রোগ্রেস অ্যাপারেলস-এর ইন-হাউস ওয়াশিং প্ল্যান্টের ইমপ্যাক্ট ইকুইপমেন্টে জিএফএফ এর এই বিনিয়োগ, প্রচলিত যন্ত্রপাতির তুলনায় পানি ও ক্যামিকেলের খরচ কমাবে। আর যেহেতু গার্মেন্ট ওয়াশিং আর আউটসোর্স করতে হবে না, সেহেতু প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইনের ট্রেসেবিলিটি ও স্বচ্ছতা আরও বাড়াবে। এ ছাড়াও, কর্মীদের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি কেমিক্যাল, পানি এবং জ্বালানি ব্যবহারের মনিটরিং ব্যবস্থায় আরও সক্ষমতা অর্জন করবে ফ্যাক্টরিটি। গার্মেন্ট আউটসোর্স না করায়, গার্মেন্ট পরিবহন সংশ্লিষ্ট কার্বন নির্গমনও কমাবে এই বিনিয়োগ।

২০১৭ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রোগ্রেস অ্যাপারেলস লিমিটেড একটি তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি হংকং-ভিত্তিক পিডিএস লিমিটেড এর অংশ। প্রোগ্রেস অ্যাপারেলসের ফ্যাক্টরিতে জনপ্রিয় আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলোর জন্য ওভেন বটম প্রস্তত করা হয়। তাদের বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১০ লাখ পিস। জিএফএফ এর বিনিয়োগ প্রাপ্তি প্রতিষ্ঠানটির এই সক্ষমতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

বিনিয়োগ সম্পন্ন হওয়া উপলক্ষে পিডিএস লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান পল্লক শেঠ বলেন, “অ্যাপারেল ভ্যালু চেইনে পিডিএস-এর অভিজ্ঞতা দুই দশকেরও বেশি। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ২০০ টিরও বেশি রিটেইল ব্র্যান্ডের জন্য নিজেকে উপযুক্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সামাজিক দায়বদ্ধ কর্পোরেট সত্তা এবং রিটেইলারদের বিশ্বস্ত অংশীদার হিসেবে, আমরা আমাদের গ্রাহক ও পরিবেশ উভয়ের প্রতিই আমাদের দায়বদ্ধতা বজায় রাখতে নিবেদিত৷ টেকসই পরিবেশ এবং সার্কুলারটিকে প্রাধান্য দেয় এমন প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করতে পিডিএস সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। গুড ফ্যাশন ফান্ডের সাথে আমাদের এই সম্মিলন সেই প্রতিশ্রুতিরই প্রমাণক।”

পিডিএস লিমিটেডের গ্রুপ সিইও সঞ্জয় জৈন বলেন, “আমাদের মেনুফ্যাকচারিং ব্যবসা গত বছরের পুরোটাতেই বেশ লাভজনক ছিল। ওয়াশ প্ল্যান্টে এই বিনিয়োগ শুধু প্রোগ্রেস অ্যাপারেলের উৎপাদন সক্ষমতাই বাড়ায়নি, বরং টেকসই কার্যক্রম এবং অত্যাধুনিক প্রযুক্তি বাস্তবায়নে গুড ফ্যাশন ফান্ডের অভিজ্ঞতা কাজে লাগানোর সুবিধাও অর্জন করেছে। আমাদের কার্যক্রম এবং সামগ্রিক টেকসই লক্ষ্যমাত্রাগুলোর উন্নতিতে তাদের দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ করে দেবে এই বিনিয়োগ।”

জিএফএফ এর অর্থায়নের সূচনা করে লডস (Laudes) ফাউন্ডেশন। ইমপ্যাক্ট ইকুইপমেন্টে বিনিয়োগ করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ফ্যাশন খাতে ভাল অনুশীলন আনয়নই এর লক্ষ্য। গুড ফ্যাশন ফান্ডের ফান্ড ডিরেক্টর বব অ্যাসেনবার্গ এই বিনিয়োগ বিষয়ে বলেন, “বাংলাদেশে আমাদের প্রথম বিনিয়োগ ঘোষণা করতে পেরে এবং প্রোগ্রেস অ্যাপারলের মতো টেকসই কার্যক্রম কেন্দ্রিক মেনুফ্যাকচারের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে টেকসই সক্ষমতা এবং অর্থনৈতিক মিতব্যয়ীতা একইসাথে অর্জন করা সম্ভব। এছাড়া, পোশাক সরবরাহ শৃঙ্খলকে রূপান্তর করার জন্যও এগুলো অপরিহার্য। আমরা আশা করি ইন্ডাস্ট্রি স্টেকহোল্ডাররা বাংলাদেশে এই ধরনের বিনিয়োগকে আরও সহজলভ্য করতে সমন্বিত প্রচেষ্টা চালাবে।”

লডস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অনিতা চেস্টার মন্তব্য করেছেন যে, “টেকসই উত্পাদন কার্যক্রম এবং প্রক্রিয়াগুলো এখন সময়ের প্রয়োজন৷ এগুলো বিশেষত বাংলাদেশের মতো প্রধান উত্পাদন অঞ্চলগুলোতে গুরুত্বপূর্ণ, যেখানে ডিকার্বনাইজ করার অফুরন্ত সুযোগ রয়েছে এবং সামাজিকভাবে একটি দায়িত্বশীল ট্রান্সফরমেশন নিশ্চিত করা সম্ভব। আর তার জন্য উৎপাদকদের সাপোর্ট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পোশাক উৎপাদনের ভ্যালু চেইনকে সব স্টেকহোল্ডারদের জন্য টেকসই এবং পরিবেশগতভাবে নৈতিক করার জন্য পিডিএস প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে প্রোগ্রেস অ্যাপারেল লিমিটেড এর ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে করা মোট বিনিয়োগকে এই অঙ্গীকারের সাক্ষ্য হিসাবে দেখা হচ্ছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

সিঙ্গাপুর থেকে দেশে টাকা পাঠানোর সুযোগ এনে দিল ব্র্যাক ব্যাংক ও ডিবিএস

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ইসলামী ব্যাংকের চারটি নতুন ডিজিটাল প্রোডাক্ট উদ্বোধন

সিলেটের এমসি কলেজে গণধর্ষণ: হাইকোর্টে ১৭৬ পৃষ্টার প্রতিবেদন দাখিল, পরবর্তী শুনানি ১ নভেম্বর

অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের বিশ্বস্ত বন্ধুত্ব আরো জোড়ালো হবে : জিএম কাদের

কেসিসি নির্বাচন: ভোটের মাঠে ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন অসচ্ছল নারীরা

কলকাতায় ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা

ভোক্তা অধিকার নিশ্চিতে আইনের পাশাপাশি সচেতনতা জরুরি : বাণিজ্যমন্ত্রী

বাগেরহাটে অপহৃিত কিশোরী ডেমরায় উদ্ধার, অপহরণকারী আটক

ব্রেকিং নিউজ :