অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১৮ অক্টোবর ইতালির রোমের এক হোটেলে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ হাবিবুর রহমান।
এ সময় ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল-এর জেনারেল ম্যানেজার ইকবাল হাসান জনি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি এসআরএল-এর ম্যানেজার মোঃ হামিদ আলম, প্লাসিড এক্সপ্রেস এসআরএল-এর সিইও নিকো টমি, জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল-এর ম্যানেজিং ডাইরেক্টর কাজী মোঃ মিজানুর রহমানসহ ব্যবসায়িক নেতৃৃবৃন্দ ও রোমে বসবাসরত বাংলদেশী কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।