নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সিভিল সার্ভিসের তথ্য-সাধারণ ক্যাডার সদস্যদের নিবন্ধিত সংগঠন বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের নির্বাহী পরিষদে মো. জসীম উদ্দিন সভাপতি এবং প্রণব কুমার ভট্টাচার্য্য মহাসচিব নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৯ আগস্ট) ঢাকায় সার্কিট হাউস রোডের তথ্য ভবনে এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুরে দুইঘন্টার বিরতিসহ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সভাপতি পদে মো. জসীম উদ্দিন ১০৭ ভোট এবং ফায়জুল হক ৬৪ ভোট পান। মোট ২১২ জন ভোটারের মধ্যে ১৭২ জন ভোট প্রদান করেন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান ভোটের ফলাফল ঘোষণা করেন। ২৭ সদস্যের দুই বছর মেয়াদী নির্বাহী কমিটির অন্যান্য পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বিতায় নির্বাচিত হন।