অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩-এ ‘ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ পুরস্কৃত হয়েছে শপআপ।
সম্প্রতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৌরবময় পুরস্কারটি শপআপ-এর প্রতিষ্ঠাতা ও সিইও আফিফ জামান-এর হাতে তুলে দেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান এচব মিলের সাথে খুচরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সংযোগ করে একটি নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক তৈরি করছে শপআপ। সোর্সিং, লজিস্টিকস ও আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বড় হতে শপআপ সহায়তা করে থাকে।
‘ভালার ভেঞ্চারস’, ‘প্রসুস’, ‘সেকুইয়া ক্যাপিটাল’, ‘ফ্লোরিশ ভেঞ্চারস’, ‘টাইগার গ্লোবাল’-এর মতো বিভিন্ন স্বনামধন্য ইনভেস্টরদের কাছ থেকে ২০১ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ সংগ্রহ করেছে শপআপ।
এর মাধ্যমে দেশের ২ কোটি মানুষের জন্য খাদ্য ও গৃহস্থালীর প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে খুচরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সাথে একটি নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করেছে শপআপ। উন্নত মানের সকল দ্রব্যাদি সাশ্রয়ী মূল্যে সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শপআপ-এর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর মোঃ রাকিবউদ্দৌলা চৌধুরী বলেন, “এই স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে দেশের মানুষের নিকট সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতে এবং এই লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যেতে।“