বাহিরের দেশ ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
শনিবার বিকালে ইরানে এই ভূমিকম্পের আঘাত হানে। ভূমিকম্পটি রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫ মাত্রার। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলেও জানায় ইএমএসসি।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শনিবার বিকালে হওয়া ভূমিকম্পটি রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৬ মাত্রার।
ইউএসজিএস আরও জানায়, শনিবার বিকালে হওয়া ভূমিকম্পটি ইরানসহ বাহরাইন, সৌদি আরব, কাতার, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানেও অনুভূত হয়েছে।