বাহিরের দেশ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে হইচই ফেলে দিয়েছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তার নতুন টুইট ঘিরে জল্পনা ছড়িয়েছে। আজ বৃহস্পতিবার একটি টুইটে ইলন ঘোষণা দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের কোমল পানীয়র ব্রান্ড কোকা-কোলা কিনবেন।
টুইটারে ইলন মাস্ক লিখেছেন, ‘এরপর আমি কোকেইন ঢালার জন্য কোকা-কোলা কিনতে যাচ্ছি।’ তবে তিনি বিষয়টি মজা করে বলেছেন, নাকি সত্যিই কোকা-কোলা কিনতে যাচ্ছেন তা জানা যায়নি।
ওই টুইটের পর আরেকটি টুইট করেছেন ইলন মাস্ক। নিজেরই পুরনো একটি টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। সেই পুরোনো টুইটে ইলন লিখেছিলেন, ‘এবার আমি ম্যাকডোনাল্ড কিনতে যাচ্ছি এবং সব আইসক্রিম মেশিন ঠিক করবো।’
স্ক্রিনশটটি শেয়ার করে ইলন মাস্ক আজ টুইটারে আরও লিখেছেন, ‘শুনে রাখুন, আমি অসম্ভব সম্ভব করতে পারি না।’