অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দেশের বৃহত্তম ও স্পেশালিষ্ট হাউজিং ফাইন্যান্স প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি শরীয়াহ্ ভিত্তিক ইসলামিক ফাইন্যান্সিং উইং খোলার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডিবিএইচ’কে এই চূড়ান্ত অনুমোদন প্রদান করে, যার মাধ্যমে ডিবিএইচ তাদের সবগুলি শাখার মাধ্যমে গ্রাহকদের শরীয়াহ্ ভিত্তিক সেবা প্রদান করবে।
ডিবিএইচ’র ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিমুল বাতেন বলেন, এই অনুমোদন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। শরীয়াহ্ ভিত্তিক ইসলামিক সেবার চাহিদা বাড়ছে। আমরা সুদক্ষ ও স্বাধীন শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করেছি এবং এখন আমরা শরীয়াহ্ ভিত্তিক মুদারাবাহ ডিপোজিটস ও ইসলামিক হোম ফাইন্যান্স সেবা প্রদানের জন্য প্রস্তুত। ইসলামিক ফাইন্যান্সিং উইং আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে এবং আমরা আমাদের গ্রাহকদের শরীয়াহ্ সম্মত সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।