300X70
রবিবার , ৩ মার্চ ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

যুক্তির সমাজে এরূপ অপমৃত্যু কাক্সিক্ষত নয় : উপাচার্য ড. মশিউর রহমান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৩, ২০২৪ ১:৪৬ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : যুক্তির সমাজে এরূপ অপমৃত্যু কাক্সিক্ষত নয় বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘বিতর্ক সমাজে মানুষের মধ্যে যুক্তির বোধ তৈরি করে। মানুষকে যৌক্তিক আচরণ করতে শেখায়। কিন্তু আমরা এখনো যুক্তির সমাজ তৈরি করতে পারিনি বলেই এমন নির্মম মৃত্যু দেখতে হচ্ছে। মানুষ যদি সকল ক্ষেত্রে যৌক্তিক আচরণ করত তাহলে রাজধানীর বেইলি রোডের মতো এলাকায় এমন অনাকাক্সিক্ষত মৃত্যু প্রত্যক্ষ করতে হত না।’

২ মার্চ ২০২৪ শনিবার বাংলাদেশ শিশু একাডেমিতে ‘এসো উদয়ের পথে, যুক্তিকথার সমীরণে’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী ১৬তম ন্যাশনাল ডিবেট ফর ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ) বিডি আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।

বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, ‘আমরা সমাজে নানা মানুষ নানা পেশায় কর্মরত। নিজ নিজ  পেশায় যদি আমরা যৌক্তিক আচরণ করতাম, সকল নিয়মকানুন অনুসরণ করতাম, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতাম তাহলে এমন অব্যবস্থাপনা হত না। আমাদের তরুণ প্রজন্মকে আগামীতে যৌক্তির সমাজ প্রতিষ্ঠায় সচেষ্ট হতে হবে। আমরা যদি সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারি তাহলে বেইলি রোডের মত দুর্ঘটনা নিরসন করা সম্ভব হবে।’

বেইলি রোডের দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন উপাচার্য। তিনি শোকসন্তাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একইসঙ্গে যাদের অব্যবস্থাপনার কারণে এমন নির্মম ঘটনা ঘটেছে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেন উপাচার্য। একইসঙ্গে তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন। দুই দিনব্যাপী বিতর্ক উৎসবে ৬৪ জেলার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ ও মাদরাসার দুই হাজার বিতার্কিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা অংশ নেন। উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের সার্টিফিকেট, পুরস্কার ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :