নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ ইসলাম। ড. কামরুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও ২০১৫ সালে স্কলারশিপ নিয়ে তিনি কোরিয়ার গিয়ং সান ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেছেন।
ছাত্রজীবনে তিনি পরপর দুই মেয়াদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাবেক পটুয়াখালী কৃষি কলেজ) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।