অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে “জার্নি টুয়ার্ডস ইউনিভার্সেল ব্যাংকিং: অডিটিং ফর অ্যাচিভিং এক্সিলেন্স ইন ব্যাংক” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
আইবিটিআরএর প্রিন্সিপাল (চলতি দায়িত্ব) কে. এম. মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ আলতাফ হুসাইন এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম ও কাজী মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী। ব্যাংকের অডিট অ্যান্ড ইনপেকশন ডিভিশনের ১০০ জন নির্বাহী ও কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।