নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সেন্ট্রাল জোন ও করপোরেট শাখাসমূহের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন গতকাল শনিবার (১০ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে আরও বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আলতাফ হোসাইন, আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দীন, মাহমুদুর রহমান ও মোঃ সাঈদ উল্লাহ। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, কর্পোরেট ও সংশ্লিষ্ট জোনের শাখাপ্রধান, ম্যানেজার অপারেশনস ও ডিপার্টমেন্টের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।