অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ইসলামী ব্যাংক রমনা কর্পোরেট শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমযান” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গত বুধবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস।
অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ শেখ মোঃ ইউসুফ। এতে সভাপতিত্ব করেন রমনা কর্পোরেট শাখাপ্রধান মোঃ জাকির হোসেন। শাখার কর্মকর্তা, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিগণ মাহফিলে অংশগ্রহণ করেন।