300X70
বুধবার , ৭ এপ্রিল ২০২১ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন ফের আইসিইউতে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৭, ২০২১ ১২:৫৪ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক : রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) নব-নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে ফের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

সাবেক এই মন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মাহিন মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে, গত ২৮ মার্চ রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছিলেন নব-নির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।

পরে তাকে গত ৩১ মার্চ আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। আজ আবারো তাকে আইসিইউতে নেয়া হলো।

আব্দুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন গত ৩১ মার্চ বলেছিলেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছিল।

এরপর তার করোনা পরীক্ষা করা হয়েছিল, গত ১ এপ্রিল করোনার রিপোর্ট নেগেটিভ হয়। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে আজ তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

মহিন জানান, এর আগে গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

গত ১৬ মার্চ সাবেক এই আইনমন্ত্রী নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান। আক্রান্ত হওয়ার পর থেকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থা খারাপ হলে তাকে আইসিউইতে নেয়া হয়।

গত ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের নির্বাচনে ভোটগ্রহণ শেষে ১২ মার্চ ঘোষিত ফলাফলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন মতিন খসরু।

বিএনপি সমর্থক প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করে তিনি সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি দুইবার বিএনপি সমর্থক প্রার্থীদের কাছে পরাজিত হয়েছিলেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :