বাহিরের দেশ ডেস্ক: মধ্য ইস্তাম্বুলে বোমা হামলায় ৬ জন নিহত এবং ৮১ জন আহতের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু আজ সোমবার সংবাদ সংস্থাটিকে বলেন, আটককৃত ব্যক্তিই তুরস্কের সবচেয়ে বড় শহরের ব্যস্ত রাস্তাটিতে বোমাটি ফেলে রেখে গেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এর আগে ইস্তিক্লাল এভিনিউতে হামলাকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘এটিতে সন্ত্রাসবাদের গন্ধ পাওয়া যাচ্ছে।