তথ্য-প্রযুক্তি ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বাইরে গেছে এক কোটির বেশি সচল মোবাইল সিম। এরমধ্যে গত ১ মে পর্যন্ত তিন দিনে ঢাকার বাইরে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ ৫ হাজার ২৫টি। এর আগের দুই দিনে আনুমানিক ৩০ লাখের মতো সিম ঢাকার বাইরে গেছে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সোমবার তার ফেসবুক পোস্টে জানান, ‘১ মে পর্যন্ত তিন দিনে ঢাকা শহর ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ ৫ হাজার ছাড়িয়ে গেছে। এর আগের দুদিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গিয়ে থাকলে সিমের মোট সংখ্যা কোটি অতিক্রম করে গেছে। ১ মে সর্বোচ্চ প্রায় ২৯ লাখ সিম ঢাকা ছেড়েছে।’
২৯ ও ৩০ এপ্রিল এবং ১ মে এই তিন দিনে ঢাকার বাইরে গেছে গ্রামীণফোনের ৩৩ লাখ ৪৫ হাজার ৫০৭, রবির ১৮ লাখ ২৪ হাজার ৯৫৬, বাংলালিংকের ১৭ লাখ ৮৮ হাজার ৩১২ এবং টেলিটকের ২ লাখ ৪৬ হাজার ২৫০টি সিম।