জাকির মোল্লা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহামারী করোনায় কর্মহীন বিশেষ সম্প্রদায়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ( ২৭-এপ্রিল) মঙ্গলবার বিশ্বেশ্বরী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।
হরিজন, মুচি, নরসুন্দর ও হিজরা সম্প্রদায়ের ১শ জন কর্মহীন মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণকালে ভার্চুয়ালি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। বিশেষ সম্প্রদায়ের মানুষের হাতে এসব উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি পেঁয়াজ, ১কেজি আলু, ১কেজি চিনি, ১কেজি লবন, ১লিটার তেল, ১প্যাকেট সেমাই ও একটি সাবান।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, বিশ্বেশ্বরী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মোস্তফা কামাল, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, সাধারণ সম্পাদক আতাউর রহমান কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।