নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় চিহ্নিত সন্ত্রাসী হবির তাণ্ডবে অতিষ্ঠ হয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। বুধবার হবির হাত থেকে রক্ষা পেতে ও জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারটি ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সুলতান মিয়ার ছেলে মাসুদ মিয়া।
বুধবার দূপুরে ঈশ্বররগঞ্জ প্রেসক্লাব ভবনের হল রুমে সুলতান তার পরিবারের নিরাপত্তা চেয়ে এক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী সুলতান মিয়া, তার পিতা আব্দুল গফুর, ভাই বাচ্চু মিয়া, স্ত্রী শামছুন্নাহার, ছেলে মাসুদ মিয়া, মেয়ে নাসরিন আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদ মিয়া বলেন, উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের সুলতান (৪৮) মিয়ার বাড়িতে গত ২৬ জুন প্রতিবেশি আজিজুর রহমান হবির নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রকৃতির লোকজন হামলা চালিয়ে তিনটি বসত ঘর ভাংচুর করে ঘরে থাকা মালামাল নিয়ে নিয়ে যায়।
ওই সময় হামলাকারীরা তার বাড়ি থেকে দুটি বকনা বাছুর, একটি খাসিসহ ঘরে থাকা স্বর্ণের চেইন, কানের দুল, চালের বস্তা, ধানের বস্তা ও জমির মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।
এছাড়া ওই সময় রান্না ঘরে থাকা ভাতের হাড়ি, তরকারির পাতিল ভেঙ্গে তছনছ করে। বিষয়টি নিয়ে গত ২৭ জুন ঈশ্বরগঞ্জ থানায় সুলতান মিয়া বাদি হয়ে একটি এজাহার দায়ের করেন।
সুলতান মিয়া জানান, থানায় এজাহার দাখিলের পরও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন না করায় তারা নিরাপত্তহীনতায় ভুগছেন। এমনকি খোলা আকাশের নিচে তাদের মানবেতর দিনযাপন করতে হচ্ছে।
তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আরো বলেছেন, আশ্রবপুর গ্রামের অধিকাংশ অসহায় পরিবারের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে গ্রাম ছাড়া করিয়ে জায়গা জমি দখল করে নিচ্ছে ওই হবি। ইতোপূর্বে ঈশ্বরগঞ্জ থানাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় ও কোর্টে ১৬টি হয়রানি মূলক মামলা করেছে তার পরিবারসহ এলাকাবাসীর বিরুদ্ধে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, সুলতান মিয়ার দেওয়া এজাহার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।