জাকির মোল্লা, ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার চরনিখলা ষ্টেশন রোডস্থ মাদ্রাসা কার্যালয়ে ঈশ্বরগঞ্জ পৌর যুবদল সভাপতি আব্দুর রাশিদের সভাপতিত্বে ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি মোঃ ফরিদ উদ্দিন।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক শামীম তালুকদার, ঈশ্বরগঞ্জ পৌর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক আশিক উজ্জ্বল, উপজেলা যুবদল সদস্য বিল্লাল হোসেন প্রমূখ।