ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে জাতীয় সংসদ সদস্যের পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় ২৩০০ মানুষের মাঝে বৃহস্পতিবার ও শুক্রবার সোহগীতে এমপির বাসভবন থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সাংগঠনিক তফাজ্জল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মানিক তালুকদার, এমপির ব্যক্তিগত সহকারী প্রকৌশলী আলতাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন তুষার, ঈশ্বরগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম নয়ন, ছাত্রসমাজের সভাপতি আতিকুর রহমান সুজন প্রমুখ।