300X70
মঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

উই সামিটে বিকাশের সহযোগিতায় নারী উদ্যোক্তাদের জন্য ‘পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১৮, ২০২২ ১২:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : দেশের নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় কমিউনিটি ‘উই’-এর দুই দিনব্যাপী সম্মেলনে র্পাসোনাল রিটেইল অ্যাকাউন্ট (পিআরএ) খুলে দেয়ার মাধ্যমে পেমেন্ট গ্রহণ সহজ করা সংক্রান্ত সেবা ও পরার্মশ দিয়েছে বিকাশ। ট্রেড লাইসেন্স ছাড়াই এসব ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তারা জাতীয় পরিচয়পত্র ও নিজের নামে নিবন্ধিত সিম দিয়ে বিশেষ ধরনের এই অ্যাকাউন্ট খুলে পেমেন্ট গ্রহণ, সেন্ড মানি, স্বল্প খরচে ক্যাশ আউট ও অন্য র্মাচেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করে ব্যবসা প্রসারে আরো সক্ষম হবেন।

বাংলাদেশি পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করা নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় প্ল্যাটর্ফম উইমেন অ্যান্ড ই-কর্মাস (উই)-এর রয়েছে প্রায় ১৩ লাখ সদস্যের ফেসবুক গ্রুপ এবং ৪ লাখের বেশি নারী উদ্যোক্তা।

এবারের ‘উই সামিট-২০২২’ এ তাদেরকে আরো সুদক্ষ ও সফল ব্যবসায়ী করে তোলার লক্ষ্যে আলোচনা সভা, প্রশিক্ষণ, ওর্য়াকশপ, র্স্টাট আপ সার্পোট ইত্যাদির আয়োজন করা হয়। এই সামিটে সরকারের আইসিটি বিভাগের পাশাপাশি বিকাশও স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে সহযোগিতা করেছে।

সামিটে পিআর অ্যাকাউন্ট খোলা, পেমেন্ট গ্রহণের পদ্ধতি ও এর বিভিন্ন সুযোগ-সুবিধা সর্ম্পকে পরার্মশ দিয়েছে বিকাশ।

অনলাইন বা ফেসবুক ভিত্তিক নারী উদ্যোক্তারা পিআর অ্যাকাউন্টের কল্যাণে গ্রাহকদের কাছ থেকে পণ্যের পেমেন্ট নেয়ার ক্ষেত্রে বাড়তি লিমিট সুবিধা পাবেন। ক্যাশর্নিভরতা কমিয়ে দিয়ে এই রিটেইল অ্যাকাউন্ট  দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করছে।

পাশাপাশি গ্রাহক ও বিক্রেতার লেনদেন হচ্ছে আরো সহজ ও নিরাপদ। পিআরএ নিয়ে উই সামিটে আয়োজিত প্যানেল ডিসকাশনে বিকাশের চিফ কাস্টমার র্সাভিস অফিসার নিশাত রহমান বলেন, “নারী উদ্যোক্তারা যে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনগুলো করছেন, সেগুলোকে সহজ ও নিরাপদ করতে পারার জন্য প্রযুক্তিগত র্স্মাট সল্যুশন দেয়ার একটি প্রচেষ্টা হলো পিআরএ।

বিকাশ নারী উদ্যোক্তাদের এই সেবা দিতে পেরে র্গবিত।” র্পাসোনাল রিটেইল অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি ও ক্যাশ আউটের সুবিধাও রয়েছে। প্রত্যেক অ্যাকাউন্টের
জন্য থাকে কিউআর কোড যা লেনদেনকে সহজ করে।

এই অ্যাকাউন্ট থেকে অন্য সব র্মাচেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করার সুবিধা রয়েছে। এদিকে ভাংতি বা খুচরা টাকার ঝামেলা না থাকায় গ্রাহক দূরে থেকেও সহজে
পেমেন্ট করেই পণ্য পেয়ে যান।

ফলে এই অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টে ক্রেতা-বিক্রেতা উভয়ই লাভবান হন।
পিআরএ খোলার নিয়ম, লিমিট ও অন্যান্য বিস্তারিত জানতে আগ্রহী উদ্যোক্তারা ভিজিট করতে পারেন এই
https://www.bkash.com/bn/personal-retail-account।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :