রংপুর ব্যুরো: উত্তরের জেলাগুলোতে বিরাজ করছে শীতের আমেজ। হালকা কুয়াশার চাদর ভেদ করেই উঁকি দিচ্ছে ভোরের সূর্য। প্রতি বছরে দেশের অন্যান্য এলাকার চেয়ে উত্তরাঞ্চলে আগেই শুরু হয় শীতের আমেজ। তাই এসব জেলাগুলোতে প্রকৃতিতে এখন চলছে হেমন্তকাল। শীত আসতে আরও দিন দশেকের মতো বাকি। তবে এরই মধ্যে। দিনে রোদের তাপ থাকলেও সন্ধ্যার পর থেকেই পড়তে শুরু করেছে হালকা কুয়াশা। রাত বাড়ার সঙ্গে বাড়তে থাকে কুয়াশাও। হালকা কুয়াশার চাদর ভেদ করেই উঁকি দিচ্ছে ভোরের সূর্য।
উত্তরের সব জেলাতেই শীতের এমন আগমনী বার্তা দেখা দিয়েছে। দিনে রোদ থাকলেও সন্ধ্যার পর শীত অনুভব করা যাচ্ছে। ভোরের আবহাওয়াও বেশ ঠান্ডা বলে জানিয়েছেন স্থানীয়রা।
হিমালয় কাছে হওয়ায় পঞ্চগড়ে বরাবরের মতো এবারও একটু আগেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে শুরু করেছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে আসতে শুরু করে। দিনাজপুরেও একটু আগে-ভাগেই শীত অনুভূত হচ্ছে। দিনে সূর্যের তাপ থাকলেও সন্ধ্যার পর তাপমাত্রা কমে আসছে। রাতে কুয়াশাও পড়ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে।
গাইবান্ধায় গত দু’দিন ধরে শীতের আমেজ পাওয়া যাচ্ছে। বিকালের পর থেকে তাপমাত্রা কমে আসছে। মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করছে।
একই অবস্থা ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট এবং নীলফামারীতেও। দিনের স্থায়িত্ব কমে এসেছে। রাত হচ্ছে দীর্ঘ। শীত থেকে রক্ষা পেতে উত্তরের জেলার বাসিন্দাদের অনেকে শীতের কাপড় কিনতে শুরু করেছেন। উত্তরের জেলাগুলোর মতো রাজধানী ঢাকাতেও পড়তে শুরু করেছে শীত।
রংপুরের স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে বেশ কুয়াশা পড়ছে। রাতেও আর ফ্যান ছেড়ে থাকা যাচ্ছে না। রাতে গায়ে গরম কাপড় জড়িয়ে ঘুমাতে হচ্ছে। গত কয়েকদিন থেকে দিনে গরম আর রাতে শীত অনুভব হচ্ছে। ভোরে কুয়াশা পড়ছে। ইতোমধ্যে শীতের সবজি চাষ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা।
শীতের আগাম সবজি চাষে কৃষকদের মধ্যে ধুম পড়েছে উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে। অধিক লাভের আশায় আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহ বাড়ছে জেলার কৃষকদের মাঝে।
পঞ্জগড় প্রতিনিধি জানান, আজ সকালে তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি তাপমাত্রা ছিলো: পঞ্চগড় তেঁতুলিয়ায় চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি অন্যদিকে গত বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা সন্ধ্যা ছয়টায় রেকর্ড করা হয় ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
এদিকে সরজমিনে সকাল থেকে উত্তরের হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার সঙ্গে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা দিয়েছে।