নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আবারো রাজধানীর উত্তরা কালচারাল সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেরীফা কাদের এমপি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রবিউল মাহমুদ ইয়াং। গতকাল শনিবার ( ১২ মার্চ) বিকেলে উত্তরার রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে উত্তরা কালচারাল সোসাইটির ষষ্ঠ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে আনন্দঘন পরিবেশে দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন শেরীফা কাদের এমপি। এসময় উত্তরা কালচারাল সোসাইটির নতুন ও পুরনো নেতৃবৃন্দ স্মৃতিচারণ মূলক বক্তৃতা করেন।
২৫ সদস্য বিশিষ্ট কার্য্য-নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ: সভাপতি- ড. সোলায়মান কবির, সহ: সভাপতি- আব্দুল হাই ও আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক- রাজু আহমেদ, সহ: সাধারণ সম্পাদক- পারভীন আলী, সাংগঠনিক সম্পাদক- ওমর ফারুক সুজন, সহ: সাংগঠনিক সম্পাদক- শাহরিয়ার মোতালেব, অর্থ সম্পাদক- মো: জাকির হোসেন, সহ: অর্থ সম্পাদক- শাহীনুল ইসলাম উজ্জল, সাংস্কৃতিক সম্পাদক- চম্পা মন্ডল, সহ: সাংস্কৃতিক সম্পাদক- রোকেয়া আসহাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক- ফারজানা সুলতানা দিনা, সহ: প্রচার ও প্রকাশনা সম্পাদক- জিয়াউর রহমান, তথ্য ও দপ্তর সম্পাদক- নাহার ইতি, সহ: তথ্য ও দপ্তর সম্পাদক- নাসিম ইকবাল, সমাজ কল্যাণ সম্পাদক- ফয়েজ আহমেদ, সহ: সমাজ কল্যাণ সম্পাদক- আইরিশ আহমেদ, নির্বাহী সদস্য যথাক্রমে- মীর খালেদ চন্চল, মোহাম্মদ সালাউদ্দিন ববি, সিরাজুম মুনিরা রূপা, ডা. নাজমুল হক সরকার ও আরজু পারভেজ।
সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সংগঠনের সদস্যরা ।