মৌলভীবাজার প্রতিনিধি : টানা দুই দিনের বৃষ্টি ও ভারতের ঢলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদীবেষ্টিত মৌলভীবাজার জেলার চারটি নদ-নদীতে বেড়েছে পানি। জেলার কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদে মঙ্গলবারও পানির এই বাড়তি চাপ দেখা গেছে। এর মধ্যে তিনটি নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার (২০ আগস্ট) নিয়মিত বুলেটিনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায়, সাগরে লঘুচাপের প্রভাব ও ভারতের অতি বৃষ্টির ঢলে পানি বেড়েছে।
এদিকে শরৎ মৌসুমে আরেক ধাপে পানি বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ের সাধারণ মানুষ আবারও দুশ্চিন্তায় পড়েছেন। জেলার ধলাই ও জুড়ী নদে পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এরমধ্যে জুড়ী নদে বিপদসীমার প্রায় ১৫১ সেন্টিমিটার, ধলাই নদে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার ও মনু নদে ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও কুশিয়ারা নদীতে কিছুটা বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও গেল দুই দিনে পানি বেড়েছে প্রায় দুই মিটার।
এদিকে দুই দিনের টানা বৃষ্টিতে হাওর ও নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ আবারও বন্যা আতঙ্কে রয়েছেন।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, বাংলাদেশ ও ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়াতে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি কমে গেলে পানিও নিচে নেমে যাবে।
নদী ভাঙনের বিষয়ে ওই প্রকৌশলী বলেন, জেলার কোনো জায়গায় নদ-নদী ভাঙনের কোনো খবর পাইনি।