বাঙলা প্রতিদিন প্রতিবেদক :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর সাথে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অফিস কক্ষে ইউনেস্কোর লিঙ্গ সমতা বিভাগের পরিচালক মারিয়া বেগোনা লাসাগাবাস্টার এবং বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুশান ভিসাসহ প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ বিশেষ করে বয়স্কদের শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণে ইউনেস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, নারী ও শিশুদের কল্যাণে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। নারী ও শিশুদের কল্যাণ জোরদার করার জন্য ইউনেস্কোর সহযোগিতা প্রয়োজন। ইউনেস্কোর লিঙ্গ সমতা বিভাগের পরিচালক মারিয়া বেগোনা লাসাগাবাস্টার বাংলাদেশ ইউনেস্কো একসাথে কাজ করার পরিকল্পনা অব্যাহত থাকবে এ আশ্বাস দেন।