আরএন শ্যামা, নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার (১০ডিসেম্বর) উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী (নৌকা) ৬১৩০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ডি স্বতন্ত্র প্রার্থী মোঃ উসমান গণি ভূইঁয়া (মোটরসাইকেল) ৩৬৮১ ভোট, মোঃ ছানাউল্লাহ (আনারস) ১৯৩৮ ভোট ও জাসদের প্রার্থী মোঃ শহিদ উল্লাহ (মশাল) ৩৩৭ ভোট পেয়েছেন। নির্বাচনে জাসদ প্রার্থী শহিদ উল্লাহর জামানত বাজেয়াপ্ত হয়েছে।