নিজস্ব প্রতিবেদক : ৩ ডিসেম্ব্বর ঢাকার গুলশানে উৎস বাংলাদেশ এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভায় উৎস বাংলাদেশ এর সধারন সদস্য এবং কর্মীরা উপস্থিত ছিলেন।
অবহেলিত, বঞ্চিত, নির্যাতনের শিকার, প্রান্তিক নারী ও শিশুদের মৌলিক অধিকার রক্ষার জন্য ১৯৯৩ সনে ‘উৎস বাংলাদেশ’ নামে প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ। শুরু থেকে এই কর্মসূচী পরিচালনার জন্য স্থানীয় সম্পদের উপর নির্ভর করে প্রতিষ্ঠান টি পরিচালিত হচ্ছে।
অবহেলিত, নির্যাতনের শিকার প্রান্তিক শিশু এবং নারীদের মৌলিক অধিকার অর্জনের লড়াইতে সকল শ্রেণীর মানুষের সহায়তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
বর্তামানে প্রতিষ্ঠান একটি আবাসি সুবিধা সহ মোট ২ বিদ্যালয় এবং ৪ টি শিশুদিবাযত্ন কেন্দ্র পরিচালনা করছে। ৫২৫ জন শিশু কিশোর এই সুবিধা পাচ্ছে । এই প্রকল্প গুলো পরিচালনার জন্য প্রতিষ্ঠান বিভিন্ন আয় বৃদ্ধি মুলক কর্মসূচী পরিচালনা করে আসছে।
সভায় প্রতিষ্ঠানের সভাপতি মহীন সুলতান সভার সভাপতিত্ব করেন। নির্বাহী পরিচালক মাহবুবা মাহমুদ ২০২১-২০২২ এর প্রতিবেদন কোষাধক্ষ্য ডঃ হুমায়রা ইসলাম অডিট রিপোর্ট উপস্থাপন করেন।