- মাঠে-মাঠে প্রতিবেদক: তিন দলের ওয়ানডে সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ২৭ সদস্যের সঙ্গে যুক্ত করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই-পারফরম্যান্স (এইচপি) দলও।
এইচপি দলে ডাক পেয়েছেন ২৫ জন। যেখানে বেশিরভাগই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। আগামীকাল বুধবার থেকে অনুশীলনে যোগ দেবেন ডাক পাওয়া সদস্যরা।
এরপর ৯ অক্টোবর থেকে ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ে যোগ দেবেন ৩ দলে ডাক পাওয়া সদস্যরা। দলে ডাক পাওয়া সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছিলেন গত ৫ অক্টোবর।
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়
স্পিনরা: মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, এসকে মাহাদী হাসান
পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধো, মৃত্তুনজয় চৌধুরী নিপুন, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, আভিষেক দাস, রেজাউর রহমান রাজা
উইকেট-রক্ষক: মাহিদুল ইসলাম ভূইয়া আনকন, আকবর আলী।