নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দেশে একজন মানুষ না খেয়ে মারা গেছে এটি যদি কেউ বলতে পারেন, কোনো বিএনপি নেতাকর্মী প্রমাণ করতে পারে আমি রাজনীতির সঙ্গে থাকব না।’
‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গত ১৪ বছরের বেশি সময়ে বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি,’ বলেন তিনি।
আজ শনিবার দুপুরে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় কদমতলী থানা ও ৫২, ৫৮, ৫৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শেষে তিনি এই কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘এ দেশের কিছু পত্রিকা, কিছু মিডিয়া প্রমাণ করতে চায় বাংলাদেশের খুব গরিব অবস্থা। বাংলাদেশের মানুষের শান্তি নাই। বাংলাদেশের মানুষের সুখ নাই। তারা বোঝাতে চায়, রাজাকার-আল বদর-পাকিস্তানের লেজুরবৃত্তিকারী জামায়াত-বিএনপি নেতাদের সঙ্গে সুর মিলিয়ে; “বাংলাদেশ করে লাভ হয়নি-পাকিস্তানই ভালো ছিল”, তারা মনবতার শত্রু-বাংলাদেশের শত্রু।’