300X70
রবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

‘একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের স্বপ্ন হওয়া প্রয়োজন’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১২:৩৫ পূর্বাহ্ণ

গাজীপুর প্রতিনিধি
ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং মানবকল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই অংশ হিসেবে সংগঠনটি হতদরিদ্র মানুষদের স্বাবলম্বী করার জন্য স্বাবলম্বন’ ও ‘স্বপ্নকুটির’ শীর্ষক প্রজেক্টের উদ্যোগ নিয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর ডিওএইচএসে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘স্বাবলম্বন’ প্রকল্পের আওতায় কয়েকজন প্রান্তিক জনগোষ্ঠীকে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে টিউবওয়েলের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, ইয়ুথ বাংলার প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ, সংগঠনটির সভাপতি মুনা চৌধুরী, উপদেষ্টামন্ডলীর সদস্য অগ্রজ ও গুণীজন দিলারা জামান, সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক ফারজানা রওশন, সাংগঠনিক সম্পাদক মাসুদা বিজলী, বিশিষ্ট নাট্য অভিনেত্রী শম্পা রেজা, আবৃত্তিকর শিমুল মুস্তাফা, পৃষ্ঠপোষক কমল চৌধুরী ও বাংলাদেশের প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অন্যান্য আয়োজনের পাশাপাশি হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এই আহ্বানে সাড়া দিয়ে গৃহহীনদের গৃহ নির্মাণে সহায়তা, কোভিড সময়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষদের রিক্সা বিতরণ এবং এই সময়ে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে টিউবওয়েলের জন্য আর্থিক সহায়তা প্রদান করছে।’

এই সব ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ আগামী প্রজন্মকে মানবিক হতে সহায়তা করবে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমাদের স্বপ্ন হওয়া প্রয়োজন একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর সে লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।’

অনুষ্ঠানে সংগঠনটির পৃষ্ঠপোষক সীমা হামিদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই বছরে মানবকল্যাণে কিছু কাজ করতে পেরে ভালো লাগছে। আমাদের এই ধরনের কর্মসূচি সবসময় অব্যাহত থাকবে।’

সভায় সভাপতির বক্তব্যে মুনা চৌধুরী বলেন, ‘এই ধরনের মানবিক ও মহৎ কার্যক্রমে সকল গুণীজনের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা আরও বেশি সহায়তামূলক কার্যক্রম এগিয়ে নিতে চাই।’ অনুষ্ঠানে সহায়তা গ্রহণকারী ব্যক্তিরাও তাদের অনুভূতি প্রকাশ করেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বুদ্ধিজীবী নিধনের নীলনকশা প্রণয়ন

ঢাকা ইপিজেডে ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশি পোশাক কোম্পানি

এক বিছনায় শুয়ে ৮ বছরের শিশু, অন্য বিছানায় মায়ের মুখবাঁধা লাশ

প্রাণিসম্পদ প্রদর্শনী সারাদেশে উদ্যোক্তা ছড়িয়ে দিচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

বাংলাদেশে কৃষি যন্ত্রপাতির কারখানা, ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও গবেষণা সেন্টার স্থাপন করবে চীন

দশ মেগা প্রকল্পে বেশি বরাদ্দ

দেশের উন্নয়নে জুয়েলারি খাতের বিকল্প নেই : সায়েম সোবহান আনভীর

শহিদ বুদ্ধিজীবী দিবসে বাউবি’র শ্রদ্ধা নিবেদন

দক্ষিণ কেরাণীগঞ্জের কেয়ারটেকার হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুকে স্মরণ

ব্রেকিং নিউজ :