নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
করোনা প্রতিরোধে সরকার নানা উদ্যোগ গ্রহন করেছেন। এদিকে বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার দিন দিন কমছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮৮ জনের মৃত্যু হয়েছে। আর করোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৪শ’ ৩৬ জন। একই সময়ে সুস্থ হয়েছে ৫ হাজার ০৯১ জন। আর এ নিয়ে দেশে করোনামুক্ত হয়েছে ১৪ লক্ষ ৩৭ হাজার ৮৮৫ জন।
এনিয়ে দেশে আজকের নতুন ৩ হাজার ৪৩৬ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লক্ষ ৭ হাজার ১১৬ জনে। আর মারা যাওয়া আজকের ৮০ জনসহ সরকারী হিসাব মতে মোট মৃত্যুর সংখ্যা হলো ২৬ হাজার ৩৬২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হাড় ১০ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তে গড় হার ১৬ দশমিক ৭৬ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৪১ শতাংশ। আর করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।