বেচাবিক্রি কমেছে খুচরা বাজারে
নিজস্ব প্রতিবেদক: রডের দাম টনপ্রতি ফের বেড়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। প্রায় একমাসের ব্যবধানে উৎপাদনকারীরা এ দাম বাড়িয়েছে। তারা বলছেন, অতিরিক্ত ১শ ৬০ ডলার বেশি দিয়ে পণ্যটির কাঁচামাল আমদানি করতে হচ্ছে। আর বন্দরে কাচামাল আটকে থাকায় পরিশোধ করতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে, দাম বাড়ার ফলে বেচাবিক্রি কমেছে খুচরা বাজারে। বেড়েছে আবাসন শিল্পের নির্মাণ ব্যয়ও।
করোনার ধাক্কা খানিকটা সামলে নির্মাণ খাতে যখন কর্মচাঞ্চল্য ফিরছে, ঠিক তখনই বাড়ল এ শিল্পের অন্যতম পণ্য রডের দাম।
উৎপাদনকারীরা জানান, প্রায় মাস খানেকের ব্যবধানে প্রতিষ্ঠানভেদে পণ্যটির দাম প্রতিটনে বেড়েছে প্রায় ১০-১২ হাজার টাকা। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের রড বাজারে বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৬৪ হাজার টাকায়।
বেশ কয়েকমাস ধরেই আর্ন্তজাতিক বাজারে মূল কাঁচামালের দাম ছিল টনপ্রতি ২৫০-২৭০ ডলার। গত মাসে প্রথম দফায় যা বাড়ে প্রায় ১শ ডলার। নতুন করে আবারো দাম বাড়ায় আমদানি করতে হচ্ছে ৪শ থেকে ৪৩০ ডলারে। আর কাঁচামাল বন্দরে আটকে থাকায় পরিশোধ করতে হচ্ছে বাড়তি টাকা।
খুচরা ব্যবসায়ীরা জানান, গত দুই-তিন মাস বেশ ভালো বেচাবিক্রির পর এখন আবারো তা মোড় নিয়েছে উল্টো দিকে।
আবাসন খাতের সংগঠন রিহ্যাব বলছে, এই দাম বাড়ার ফলে ফ্ল্যাট নির্মাণে প্রতি স্কয়ার ফিটে ব্যয় বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা। অর্থাৎ ১২শ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট তৈরীতে বাড়তি ব্যয় ৬০ হাজার থেকে ৮৪ হাজার টাকা।
কাঁচামালের দাম ও আনুষঙ্গিক খরচ আরো বাড়লে পণ্যটির বাজার অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে বলে আশঙ্কা ব্যবসায়িদের।