300X70
সোমবার , ৭ নভেম্বর ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কুষ্টিয়া হাউজিং স্টেটে নিজ বাসায় শিক্ষিকাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৭, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ

সংবাদদাতা, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা স্কুলের সহকারী শিক্ষক (ইংরেজি) রোকসানা খানম (৫২) নিজ ঘরে খুন হয়েছেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজ শয়ন কক্ষ থেকে এই শিক্ষিকার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং স্টেটে ডি ব্লকের ২৮৫ নং বাসার দ্বিতীয় তলায় একা থাকতেন। স্বামী মোস্তাফিজুর রহমান যশোর চৌগাছা উপজেলা এলজিইডি অফিসের হিসাবরক্ষক হিসাবে কর্মরত থাকায় তিনি যশোর থাকতেন।

নিহত রোকসানার স্বামী জানান, ১৯৯৭ সালে তাদের বিয়ে হয়। তবে তাদের কোন সন্তান নেই। তারপরেও পারিবারিক কোন কলোহ কিংবা মনোমালিন্য ছিলো না।

তিনি বলেন, চাকরি কারণে রোকসানা কুষ্টিয়ায় থাকতো এবং আমি যশোর থাকতাম। গতরাতে তার সাথে আমার কথা হয় যে, সকালে সে বিদ্যালয়ের কাজে যশোর শিক্ষা বোর্ডে যাবে। আমি সকাল ৯টার দিকে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি। পরে ভাতিজা নওরোজ কবির নিশাত আমাকে ফোন দিয়ে বলে ফুপুর রুম ভেতর থেকে আটকানো এবং ডাকলে কোন সাড়া দিচ্ছে না। তারপর তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখে রোকসানা বিছানার উপরে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছে।

তিনি বলেন, রোকসানার ঐ বাসার ৬য় তলায় থাকেন রোকসানার ভাইয়ের পরিবারের লোকজন। রোকসানার ভাতিজা নিশাত জানান, সকালে ডাক দিলে তিনি কোন উত্তর দিচ্ছিলেন না। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে রক্তাক্ত মরদেহ দেখতে পায়। ঘরের মেঝেতেও রক্ত ছিলো।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। কি কারণে এ হত্যাকাণ্ড সেটা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ধারালো কোন অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আবু রাসেল জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য জেলা পুলিশের পাশাপাশি সাইবার ইউনিট শাখা, গোয়েন্দা পুলিশ, সিআইডি ও পিবিআই কাজ করছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

উল্লেখ্য, কুষ্টিয়া হাউজিং এলাকায় সিআইডি কার্যালয়ের কাছেই ইতোপূর্বেও নিজ বাসায় এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর প্রাক্তন মূখ্যসচিব এবং বিনিয়োগ বোর্ডের প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক

আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা সমাপ্ত

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

নারী বিশ্বকাপের সূচি ঘোষণা করলো আইসিসি

সিভিসি ফাইন্যান্সের সৌজন্যে অনুষ্ঠিত “ওয়াকাথন-২০২৩” উদ্বোধন করেছে রংপুর রাইডার্স

প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রীর স্মরণে দোয়া মোনাজাত

সোনারগাঁয়ে যমুনা ব্যাংকের উপশাখার উদ্বোধন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ

দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে

পেঁয়াজ নিয়ে সুখবর দিল কৃষি মন্ত্রণালয়

ব্রেকিং নিউজ :