নিজস্ব প্রতিবেদক,বাঙলা প্রতিদিন: একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে অনলাইনে ভর্তির আবেদন করা সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার।
ভর্তির ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এ ফলাফল দেখা যাবে।
এবার নয়টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন।
দেশে কলেজগুলোতে প্রায় ২৫ লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। সেই হিসেবে এসএসসিতে উত্তীর্ণ সব শিক্ষার্থীই ভর্তির সুযোগ পাবেন।
এবারও ফলাফলের ভিত্তিতে তিন ধাপে একাদশে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে।