বাহিরের দেশ ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের শেয়ার করা দৈনন্দিন জীবনের ঘটনা প্রবাহের কারণে সমাজে ঘটে চলেছে নানান ঘটনা, দুর্ঘটনা। তবে কোনো কোনো ক্ষেত্রে এই ফেসবুকের কারণেই সম্প্রতি বেড়ে গেছে বিয়েবিচ্ছেদের হার।
বিবাহিতরা অনলাইনে নতুন কারও সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ছেন বা প্রতারণার শিকার হচ্ছেন। এছাড়া সন্দেহপ্রবণ দম্পতিরা তাদের সঙ্গীকে পরীক্ষা করার জন্যও ফেসবুক ব্যবহার করছেন।
বিচ্ছেদ-প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, ইদানীং এ সামাজিক যোগাযোগ মাধ্যমটির কারণেই বিয়েবিচ্ছেদের ঘটনা বেড়ে চলেছে। ২০১৮ সালে ব্রিটেনের একটি বিয়েবিচ্ছেদ ওয়েবসাইট বলেছিল, দেশটির ‘বিহেভিয়ার পিটিশন’ (বিচ্ছেদের জন্য আবেদনের কারণ)-এর ২০ শতাংশে ‘ফেসবুক’ শব্দটি রয়েছে, যার অর্থ সাইটটি কোনোভাবে বিয়েবিচ্ছেদের জন্য দায়ী ছিল।