এম এ মান্নান, লালমনিরহাট: লালমনিরহাট পৌরসভার নিউ কলোনী এলাকার বাসিন্দা মাহফুজা খাতুন কবিতা নামে এক পিতাহারা এতিম কন্যাকে নিজ খরচে বিয়ে দিয়েছেন আওয়ামীলীগ নেতা সুমন খান। শুক্রবার (সন্ধ্যায়) শহরের কালিবাড়ী এলাকায় ওই আওয়ামীলীগ নেতার নিজ বাড়িতেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠাকিতা।
কনে লালমনিরহাট শহরের নিউকলোনী এলাকার মৃত কবিদুল ইসলামের কন্যা মাহফুজা খাতুন কবিতা ও বর রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাজিপাড়া গ্রামের আজিজার রহমানের পুত্র ফরহাদ হোসেন।
জানা গেছে, শহরের নিউকলোনীর বাসিন্দা কবিদুল ২কন্যা ও ১পুত্র রেখে ৮বছর আগে মৃত্যু বরণ করলে স্ত্রী নুরনাহার বেগম অতিকষ্টে সন্তানদের লালনপালন করেন। এতিমধ্যে বড় মেয়ে মাহফুজা ১৮ বছর পেরিয়ে গেলে বিয়ের দিন ঠিক করে নুরনাহার। টাকার অভাবে দু’বেলা ঠিকমত খেতে পারছিল না তারা বিয়ের খরচ কিভাবে করবে এ নিয়ে ছিল সংসয় তাদের।
স্থানীয়রা বিষয়টি লালমনিরহাট চেম্বার অব কমার্সের সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা সুমন খানকে জানান। পরে তিনি মহা-মানব হয়ে পরিবারটির পাশে দাড়ান। নিজ খরচে নিজ বাড়িতেই বিয়ের আনুষ্ঠানিকতা পালন করেন। বর পক্ষ বিয়েতে কোন যৌতুক না চাইলেও তিনি স্বেচ্ছায় উপহার হিসেবে বরকে দেন লক্ষাধিক টাকার একটি মোটর সাইকেল। কন্যাকেও সাজিয়ে দেন লক্ষাধিক টাকার সোনার গহনা দিয়ে। সকাল থেকেই চলে রান্না ও অতিথি আপ্যায়নের আয়োজন।
দুপুরে কন্যা পক্ষের অতিথিদের আপ্যায়ন করা হয়। বিকেলে কয়েকটি মাইক্রোবাস যোগে চলে আসে বর ও বর পক্ষের অতিথিবৃন্দ। তাদের আপ্যায়ন ও বিয়ে শেষে সন্ধ্যায় নিয়ম মেনে কন্যাকে বিদায় দেয়া হয়। এসময় আওয়ামীলীগ নেতা সুমন খানের মা বিয়ের উপহার হিসেবে বরের হাতে মোটর সাইকেলের চাবি তুলে দিয়ে কন্যা বিদায় দেন।
বিয়ের অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সদস্য আতিকুর রহমান কুদ্দুস, যুবলীগ নেতা নুর আলমসহ অন্যান্য আওয়ামীলীগ নেতা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।